ঝালকাঠির নলছিটির উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ২৬ নভেম্বর এ উপলক্ষ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে কৃষি পুর্নবাসন এবং প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি.।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদা লস্কর, কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর ইলিয়াস, এইও আলী আহম্মদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ. এম. আখতারুজ্জামান, কৃষকলীগের সভাপতি মো. ফিরোজ আলম খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষকরা ভালো থাকেন। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা দরকার, এ সরকার তাই করবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে বীজ ও সার সহায়তার জন্য কৃষি পুর্নবাসন কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। পাশাপাশি বোরো ধান, গম, ভু‚ট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন মুগ এবং পরবর্তী খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ-সার সহায়তা হিসেবে কৃষি প্রনোদনা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে ।
উপজেলা কৃষি অফিসার জানান, এ কর্মসূচি আওতায় উপজেলায় ২ হাজার ২ শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।